মার্চে ঋণ শোধ করবে শ্রীলঙ্কা, আশা গভর্নরের

শেয়ার বিজ ডেস্ক: শ্রীলঙ্কার দুঃসময়ে ঋণ হিসেবে দেয়া ২০ কোটি ডলার আগামী মার্চের মধ্যে বাংলাদেশ ফেরত পাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠক করে এমন আশ্বাসই পেয়েছেন। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন গভর্নর রউফ তালুকদার। সাত দিনের এ সাধারণ সভা গত মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। সভার মূল আনুষ্ঠানিকতার ফাঁকেই শ্রীলঙ্কার গভর্নরের সঙ্গে তার বৈঠক হয়। খবর: বিডিনিউজ।

ওয়াশিংটনে বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর রউফ তালুকদার বলেন, ‘শ্রীলঙ্কাকে সোয়াপ অ্যারেঞ্জমেন্টের জন্য তিন দফায় আমরা ২০০ মিলিয়ন ডলার দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো টাকাটা ফেরত দিতে পারেনি।’

এ অবস্থায় শ্রীলঙ্কার অনুরোধে বাংলাদেশ দুই দফায় সময় বাড়িয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিন কিস্তিতে শ্রীলঙ্কার তা ফেরত দেয়ার কথা রয়েছে।’

শ্রীলঙ্কার গভর্নরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রউফ তালুকদার বলেন, ‘খুবই ভালো মিটিং হয়েছে। শ্রীলঙ্কার গভর্নর আমাকে নিশ্চিত করেছেন, তারা এখন ঋণগুলো রিস্ট্রাকচার (পুনর্গঠন) করছেন। ভারত, জাপান ও চীনের সঙ্গে কথা হয়েছে তাদের। আর আইএমএফের সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছে শ্রীলঙ্কা, সেটাও মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তারা হয়ত নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা ফাইনাল এগ্রিমেন্টে যাবে।’

রউফ তালুকদার বলেন, ‘আমাকে শ্রীলঙ্কার গভর্নর কনফার্ম করেছেন, তারা আমাদের টাকাটা ফেব্রুয়ারি-মার্চের মধ্যে যে তারিখ রয়েছে, তার মধ্যে ফেরত দিতে পারবেন। এটি আমাদের জন্য খুবই ভালো খবর।’

অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছর ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। প্রতি কিস্তির অর্থ ছাড়ের পরবর্তী তিন মাসের মধ্যে তা ফেরত দেয়ার কথা ছিল।

কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় একপর্যায়ে ঋণখেলাপির খাতায় নাম লেখাতে বাধ্য হয় দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশ। এর জেরে সরকারেও পরিবর্তন আসে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করায় আর্থিক মেরামতের পাশাপাশি ঋণ পরিশোধের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে কমনওয়েলথ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের বৈঠক হয়। বাংলাদেশ ওই বৈঠকে সভাপতিত্ব করে।

বার্ষিক এ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যেতে না পারায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন আব্দুর রউফ তালুকদার।

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি-মরগ্যানের ভাইস চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। এছাড়া স্ট্যান্ডার্ড-চার্টার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তিনি বসবেন।