মার্জিন ঋণ সুবিধা বাড়ল

নিজস্ব প্রতিবেদক: আবার মার্জিন ঋণদানের সুবিধা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার মূল্যসূচক যতই হোক না কেন, সব ক্ষেত্রে বিনিয়োগকারীদের নিজস্ব এক টাকার বিপরীতে ৮০ পয়সা বা ৮০ শতাংশ মার্জিনের সুযোগ করে দিল বিএসইসি। এ নিয়ে গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করেছে কমিশন।

নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্য অনুপাত ৪০-এর বেশি না হওয়া পর্যন্ত যে কোনো সিকিউরিটিজে ৮০ শতাংশ হারে মার্জিন ঋণ পাবে, যা আজ থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ আগস্ট দ্বিতীয় দফার নির্দেশনায় ডিএসইএক্স সূচক আট হাজার পর্যন্ত বিনিয়োগকারীদের তাদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ গ্রহণের রেশিও ১:০.৮০ করা হয়েছিল। তখন আট হাজার পর্যন্ত ডিএসইএক্স সূচকে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করা হয়েছিল। আর ডিএসইএক্স আট হাজারের ওপরের ক্ষেত্রে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়েছিল।

গতকালের নির্দেশনায় সূচকের সব ক্ষেত্রে মার্জিন রেশিও ৮০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ সূচক আট হাজার পার হলেও ৮০ শতাংশ পাওয়া যাবে। এর আগে গত ৪ এপ্রিল মার্জিন ঋণদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, যে নির্দেশনা ডিএসইএক্স সাত হাজার পর্যন্ত কার্যকর ছিল।