Print Date & Time : 8 July 2025 Tuesday 12:20 pm

মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এ মাসেই। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার।

আগামী ১৫ মে মালয়েশিয়ার পুত্রজায়ায় দুইটি উচ্চপর্যায়ের বৈঠকের সময়সূচি ঠিক করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে এবং দুপুর আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টা।

এই সফরের মূল উদ্দেশ্য হলো বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি চূড়ান্ত করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে চায় বাংলাদেশ সরকার।

এই বৈঠক ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে যারা ‘কলিং ভিসা’ নিয়ে গিয়ে বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন, তারা রয়েছেন চরম উদ্বেগে। কারণ, তারা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না।

দীর্ঘ দুই বছর ধরে অবৈধভাবে বসবাসরত মাহবুবুর রহমান জানান, “২০২৩ সালে কলিং ভিসায় আসা অনেক শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের সেবা না পেয়ে বাধ্য হয়ে পালিয়ে অবৈধ হয়েছেন। আমরা এখন অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।”

তিনি আরও বলেন, “প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈধতার বিষয়ে আলোচনা করেন, তাহলে আমাদের মতো হাজারো প্রবাসীর সামনে নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে।”

অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় বহু বাংলাদেশি নির্মাণশিল্পে কম বেতনে কাজ করছেন এবং প্রশাসনের চোখ এড়িয়ে টিকে আছেন। তারা আশা করছেন, নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলে অবৈধদের জন্য বৈধ হওয়ার সুযোগও তৈরি হবে। অন্যথায়, এসব প্রবাসীকে জেল অথবা দেশে ফিরে যেতে হতে পারে খালি হাতে।

উল্লেখ্য, গত বছরের ৩১ মে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যায়। প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ, এটি বন্ধের পেছনে ছিল বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ও ক্ষমতাসীন রাজনৈতিক মহলের একটি দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট।