শেয়ার বিজ ডেস্ক: মালয়েশিয়ায় কভিডের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় টানা দুই সপ্তাহের লকডাউন চলছে দেশজুড়ে। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন ৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ ঘোষণা করেন। এছাড়া করোনা তহবিলে তিন মাসের বেতন দেয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রিসভা। ফলে চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। চলমান করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখযোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর: নিউ স্ট্রেইট টাইমস।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও এ টাকা দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো অর্থই দেয়া হবে। মহামারি মোকাবিলায় সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেয়া এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।
৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ: লকডাউনে ৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেশটির সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সহায়তায় এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে এমন ঘোষণা দেন তিনি। তিনি বলেন, এ প্যাকেজটিতে সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্তরা অন্তর্ভুক্ত রয়েছে। মহামারির সূচনা থেকেই সরকারের দেয়া উদ্দীপনা প্যাকেজগুলিতে ৩০০ বিলিয়নেরও বেশি অংশ নিয়েছেন বলে ভাষণে বলেন প্রধানমন্ত্রী।
গতকাল ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন প্রায় সাত হাজার সংক্রমিত রোগী নিয়ে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৭২ হাজার ৩৫৭ জন।