শেয়ার বিজ ডেস্ক: মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২ জন। খবর: রয়টার্স।
দেশটির সরকার জানিয়েছে, তেসিত শহরের কাছে গত রোববার হামলার এ ঘটনা ঘটে। হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করেছে সরকার। এ শহরের কাছে তিনটি দেশের সীমান্ত রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা। এর আগে জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী।
এক বিবৃতিতে সরকার বলেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার
করা হয়েছে।
সেনারা কয়েক ঘণ্টার ভয়াবহ এ লড়াইয়ে ৩৭ যোদ্ধাকে হত্যা করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন। ৯ জন নিখোঁজ।
জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।
গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটে চলেছে। উল্লেখ্য, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে জিহাদিদের হামলায় মালির সেনাবাহিনীতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়। গত বছরও এক হামলায় মালির ১৬ সেনা প্রাণ হারান, আহত হন ২০ জন। দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত সৈন্য প্রাণ হারায়।