Print Date & Time : 14 September 2025 Sunday 4:22 pm

মালিতে হামলায় নিহত ৩১

শেয়ার বিজ ডেস্ক: আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার একটি বাসে ওই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাসটি থামিয়ে হত্যাযজ্ঞ চালায়। খবর: বিবিসি, রয়টার্স।

সপ্তাহে দুইবার দেশটির সোঙ্গো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। হামলার ঘটনার কাছাকাছি শহর বানকাসের মেয়র মৌলায়ে গুইন্দো বলেন, অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক, বলেছেন তারা।

সোঙ্গো ও বান্দিয়াগারা মালির মোপতি অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়। যদিও শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি কোনো গ্রুপ।

শহরটির কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে; এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে। হতাহতদের বেশিরভাগই নারী, যারা বাজারে কাজে যাচ্ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গিদের হামলার মাত্রা বেড়েছে; এসব হামলা এরই মধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বাস্তুচ্যুত করেছে লাখ লাখ মানুষকে।