মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

গতকাল দুপুরের দিকে তুরাগ পরিবহনের ওই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

আগুন লাগার পর যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

ডিএমপির হাতিরঝিল থানার এসআই মো. আব্দুল আলিম জানান, তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে লাফিয়ে নামতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এটা নাশকতা না দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।