Print Date & Time : 28 August 2025 Thursday 4:04 am

মাল্টিকালার বিস্কুট উৎপাদন লাইন আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ব্রান্ড নিউ মাল্টিকালার কুকিজ (বিস্কুট) উৎপাদন লাইন আমদানি ও কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (২১ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উন্নতমানের এই উৎপাদন লাইনে বছরে ৯৯ হাজার ৪৮ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। কোম্পনিটি চায়না থেকে এই উৎপাদন লাইন কিনবে। এর জন্য কোম্পানিটির ১৩ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় হবে।

কোম্পানিটি আরও জানায়, নতুন কুকিজ লাইন নারায়ণগঞ্জের মদনপুর কারখানায় স্থাপন করবে।

সর্বশেষ বছরের তৃতীয় প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৯৭ পয়সা।