Print Date & Time : 6 July 2025 Sunday 4:20 pm

মাসুমা খান মজলিশ আর নেই

লয়েডস রেজিস্টার, বাংলাদেশ-এর সাবেক প্রধান জাকারিয়া খান মজলিশের সহধর্মিনী মাসুমা খান মজলিশ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…)। 

বুধবার (১২ জুন) রাজধানী ঢাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার (১৩ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ঘোড়াশাল মিয়া বাড়িতে বাদ আসর ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 

মাসুমা খান মজলিশ ঘোড়শাল মিয়া বাড়ির মরহুম  লুৎফুল কবির এবং সোফিয়া খাতুনের কনিষ্ঠা কন্যা।

দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান সম্পাদক খায়রুল কবির ও আহমদুল কবির, মুনিরা নুরুদ্দিন, নুরুল কবির এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের বোন। তার কন্যা মরহুমা মাহনাজ খান মজলিশ ।

মৃত্যুকালে তিনি পুত্র দেমির খান মজলিশসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি