Print Date & Time : 12 September 2025 Friday 2:07 am

মাস্ক ছাড়া ঢোকা যাবে না বাণিজ্যমেলায়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা কর্তৃপক্ষ। পূর্বাচলে চলমান এ মেলায় গতকাল থেকে কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন মেলার পরিচালক ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি বলেন, ‘কভিড-১৯-এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সে অনুযায়ী মেলাতেও নতুন নতুন পদক্ষেপ নেয়া হবে। ভেতরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধগুলো আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। সেখানে রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে কভিড টিকা সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা সনদ ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিষেধ করা হয়েছে।

বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। সব ধরনের যানবাহনের চালক ও সহকারীদেরও টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনায় অফিস-আদালতসহ ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। এই নিয়ম না মানলে শাস্তির হুশিয়ারিও দেয়া হয়েছে।

ইফতেখার চৌধুরী বলেন, ‘রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা জারি করা হয়েছে, মেলার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। আমরা বৃহস্পতিবার থেকে বিষয়টি দেখব।’

তবে পরিস্থিতি যাই হোক, মেলা সংক্ষিপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইফতেখার।

এক বছর বিরতি দিয়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসর।

এরই মধ্যে মেলার ১০ দিন অতিবাহিত হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।