মোহাম্মদ মাহতাবুর রহমান এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সরকার কর্তৃক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা পাঁচবার সিআইপি নির্বাচিত হন। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরপর পাঁচবার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডকার্ড ভিসা অর্জন করেছেন। বিজ্ঞপ্তি