শেয়ার বিজ ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৯৮) আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার তার মুখপাত্র এ তথ্য জানান। খবর: দ্য স্টার।
দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ড. মাহাথির মোহাম্মদ। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী সংক্রমণের চিকিৎসার জন্য মাহাথির হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানাননি তার মুখপাত্র।
মাহাথিরের হƒদরোগের ইতিহাস আছে। তার বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার ছাড়া পেয়েছেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি আদালতের কার্যক্রমে মাহাথিরের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হন। দ্বিতীয় দফায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। তবে এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।
দীর্ঘ ও সফল জীবনের এক উদাহরণ মাহাথির মোহাম্মদ। তাকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি মালয়েশিয়াকে করেছেন একটি আধুনিক ও সমৃদ্ধিশালী রাষ্ট্র।
মাহাথিরের জš§ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের প্রধান শহর আলোর সেতারে। তার দাদা ভারতের কেরালা থেকে সেখানে অভিবাসী হন। বিয়ে করেন এক মালয় নারীকে।
ছোটবেলা থেকে তুখোড় মেধাবী ছিলেন মাহাথির। বাবা মোহাম্মদ ইস্কান্দার ছিলেন একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। মোহাম্মদ ইস্কান্দার শৈশবে ছেলের মধ্যে শৃঙ্খলা ও একাগ্রতার বীজ বপন করে দিয়েছিলেন। পড়াশোনা করতে গিয়ে তাই খেলাধুলায় মনোযোগ দিতে পারেননি মাহাথির।
১৯৮১ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সামলেছেন মাহাথির। নির্ধারিত সময়ের আগেই নিজ দপ্তরে পৌঁছে যান তিনি। এক মিনিট দেরির রেকর্ড তার নেই। এ নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। মাহাথির-সিতি দম্পতির এক মেয়ে ও চার ছেলে। মেরিনা পরিবারের বড় সন্তান। পরে তারা আরও দুটি সন্তান দত্তক নেন।