‘মাহি পারফেক্ট নন’

শোবিজ ডেস্ক: বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে, প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমা করতে যাচ্ছেন বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘ফালতু’। কিন্তু বছরের শেষে এসে সব হিসাব-নিকাশ পাল্টে গেল। ছবিতে মোশাররফ থাকলেও থাকছেন না চিত্রনায়িকা মাহি।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গত বছর হঠাৎ বিয়ে করে সিনেমা থেকে অল্প সময়ের জন্য বিরতি নিয়েছিলেন। তবে এ বছর পুরোপুরি মনোযোগ দিয়ে অভিনয় করছেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও শেষ করেছেন। কিন্তু এরই মধ্যে বছরের শুরুতে চুক্তিবদ্ধ হওয়া আলোচিত সিনেমা ‘ফালতু’ থেকে বাদ দেওয়া হয়েছে মাহিকে।

সম্প্রতি মাহির বিরুদ্ধে অভিযোগ আনেন এস ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’র প্রযোজক তাপসী ফারুখ। শিডিউল ফাঁসিয়েছেন মাহিÑএমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুধু তাই নয়, চুক্তির বাইরে মাহি পুনরায় শুটিংয়ের জন্য তিন লাখ টাকাও নাকি দাবি করেন। আর সে কারণেই মাহিকে চুক্তিবদ্ধ নতুন ছবি ‘ফালতু’ থেকে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে চারদিকে।

‘ফালতু’ থেকে মাহিকে বাদ দিলেন কেনÑএমন প্রশ্নে নির্মাতা ওয়াজেদ আলী সুমন জানান, মাহিকে আমরা বাদ দিইনি। ‘ফালতু’ ছবিতে আগে থেকেই তাকে নেওয়ার কথা ছিল। তিনি এ ছবিতে ফাইনাল ছিলেন। সে অনুযায়ী আমরা প্রি-প্রোডাকশনের কাজও করেছি। কিন্তু হঠাৎ সে ছবির গল্প পরিবর্তন হচ্ছে। নতুন গল্পে আমরা মনে করছি মাহি পারফেক্ট নন। চরিত্রটিতে তাকে মানাবে না। সেজন্যই মাহিকে আমরা মোশাররফের বিপরীতে নিচ্ছি না। শুধু মাহি নন, এ ছবিতে আগে থেকে যে কাস্টিংগুলো ঠিক হয়েছিল, তাদের বেশিরভাগকেই নেওয়া হচ্ছে না জানিয়ে নির্মাতা আরও জানান, গল্পের জন্য আমরা এ ছবিতে মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলনকে রেখে বাকি চরিত্রগুলোয় পরিবর্তন আনছি। নায়িকা হিসেবে কাকে নেব এখনও ঠিক করিনি। তবে শিগগির ঠিক করে জানিয়ে দেব। নতুন ছবির শুটিং শুরু করবেন কবেÑএমন প্রশ্নে নির্মাতা জানান, আমরা আগামী মার্চে ছবিটির শুটিং শুরু করব।