মায়ের সাথে দেখা হল না কলেজছাত্র সোহানের

প্রতিনিধি, বগুড়া: মায়ের সাথে দেখা করতে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কলেজ ছাত্র সোহানুর রহমান সোহান (১৮)। কিন্তু মায়ের সাথে দেখা হওয়ার আগেই না ফেরার দেশে চলে যেতে হল সোহানকে। মোটরসাইকেলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাধে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। আর আহত হয় সাথে থাকা আরও দুই বন্ধু।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার পীরগাছা বন্দর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের পুটু আকন্দের ছেলে। সে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিল।

নিহত সোহানের চাচা রানা আকন্দ জানান, সোহানের  মা বগুড়া সদরের পীরগাছা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন। বুধবার সোহান তার মায়ের সাথে দেখা করার জন্য দুই বন্ধু সাব্বির ও রাফিকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে পীরগাছা যাচ্ছিলেন। পীরগাছা বন্দরের কাছাকাছি একটি বালু বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে  তাদের মোটরসাইকেলটির সড়কের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায়। পরে স্থানীয় লোকজন আহত সাব্বির ও রাফিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে আমরা দুর্ঘটনার খবর পেয়ে সোহানের মরদেহ পীরগাছা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাই।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক( এসআই) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পেয়ে পুলিশ পৌঁছার আগেই নিহতের পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।