Print Date & Time : 30 August 2025 Saturday 12:20 am

মা ও শিশু সহায়তা কর্মসূচির বিষয়ে অবহিতকরণ সভা

প্রতিনিধি, রাজবাড়ী:‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এই স্লোগানে রাজবাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক অধিদপ্তরের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার মহিলা-বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা ইশরাত। সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ইব্রাহিম টিটন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুর শেখ। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।