Print Date & Time : 13 August 2025 Wednesday 12:48 pm

মা দিবসে পদ্মা ব্যাংকের নারী ব্যাংকিং সেবা-পদ্মাবতী

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সঞ্চয়ের বাজার সম্পর্কে সাম্প্রতিক খোঁজটি এখন সবার জানা, বাড়তি কোনো কষ্টই করতে হয় না! কোথায় কীভাবে কষ্টের টাকা সঞ্চয় করবেন, কে কত মুনাফা দেবে, শুধু মুনাফা নয় এর চেয়ে একটু বাড়তি কিছু কোথায় পাওয়া যাবেÑএসবই একপলকে যাচাইয়ের সুযোগ এখন সবার আঙ্গুলের ডগায়।

ক্ষুদ্র ব্যবসায়ী নীলা, পদ্মাবতী অ্যাকাউন্টের মাধ্যমেই করেন নিজের আর্থিক লেনদেন। তিনি বলেন, খুব স্বাচ্ছন্দ্যবোধ করি পদ্মা ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করে। বিশেষ করে দেশের যেকোনো এটিএম বুথ থেকে কোনো সার্ভিস ফি ছাড়াই টাকা তুলতে পারি সেটা আমার বেশি ভালো লাগে। আশা করি আগামীতেও পদ্মা ব্যাংক এই রকম অভিনব আরও অনেক পরিষেবা নিয়ে আসবে আমাদের জন্য।

নারীদের জন্য পদ্মা ব্যাংকের বিশেষ ব্যাংকিং সেবাÑপদ্মাবতীর আনুষ্ঠানিক পথচলা ২০২১ সালের আট মার্চ। ১৩ মাসের পথচলায় দারুণ সাড়া পেয়েছে সেবাটি। এখন পর্যন্ত শিক্ষার্থী, তরুণ নারী উদ্যোক্তাদের মধ্যেই আগ্রহ বেশি এই সেবাটিকে কেন্দ্র করে। কেননা বিদেশে উচ্চ শিক্ষার ফাইলে বিশেষ ছাড় দেয় পদ্মা ব্যাংক। আর দেশের যেকোনো এটিএম বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলনের সুবিধা এই প্রোডাক্টটিকে করেছে আরও বেশি আকর্ষণীয়।

পদ্মা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাবেদ আমিন বলেন, ‘পদ্মাবতী নারীদের জন্য খুবই লাভজনক একটি ব্যাংকিং সেবা। আমাদের এই সেবায় সবচেয়ে আকষর্ণীয় হলো প্রতিদিনের মুনাফা প্রতিদিনই বুঝে পাওয়া এবং পরদিন ব্যালেন্স জেনে যাওয়া। আগামীতে আরও বড় পরিসরে পদ্মাবতীর বিস্তৃত সেবা উপহার দেয়ার চেষ্টা থাকবে।’

১৮ বছর বয়সের নিচে যারা তারাও খুলতে পারবেন পদ্মাবতী অ্যাকাউন্ট। তবে সেক্ষেত্র পিতা-মাতা বা আইনগত অভিভাবক লাগবে অ্যাকাউন্টটি পরিচালনা করার জন্য। এক সময় পদ্মাবতী হবে দেশের ব্যবসায়ী নারীদের আস্থার অন্য নাম এমন আশা সংশ্লিষ্টদের। বিজ্ঞপ্তি