Print Date & Time : 30 August 2025 Saturday 2:30 am

মিকোলাইভে রাশিয়ার হামলায় নিহত ১২, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মিকোলাইভ শহরে রাশিয়ার  হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে প্রায় ৩০ জন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (২৯ মার্চ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভ শহরের গভর্নরের কার্যালয়ে রুশ সামরিক বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মিকোলাইভ শহরের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বলেন, রাশিয়ার সামরিক বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিটালি কিমকে টার্গেট করার চেষ্টা করেছিল।  কিন্তু হামলার সময় তিনি (গভর্নর) সেখানে ছিলেন না।

এমনকি ওই গভর্নর ভবনে কোনো সেনা সদস্য বা সামরিক কর্মকর্তাও ছিলেন না। ‘সেখানে শুধু প্রহরী ছিল। বাকিরা সবাই কেবল অফিসের কর্মী।’

সংবাদমাধ্যমে তার কার্যকলাপ নিশ্চিতভাবেই রুশ সৈন্যদের উৎসাহ বৃদ্ধিতে সাহায্য করছে না। তাই গভর্নরের ওপর হামলা হয়েছে বলে মনে করেন তিনি।