Print Date & Time : 14 August 2025 Thursday 6:58 am

মিজানুর রহমান সাউথ বাংলা ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় সম্প্রতি মিজানুর রহমান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মিজানুর রহমান ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং তিনি পর্ষদের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা, যার আবাসন, গৃহায়ন, নির্মাণ, শিল্প এবং গণমাধ্যমসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। তিনি দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তার নেতৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’। মুন গ্রুপ বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম শিল্পগ্রুপ হিসেবে পরিচিত। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি