শোবিজ ডেস্ক: গুলশান কুমারের বায়োপিক ‘মোগুল’ ছবির পরিচালনা করার কথা ছিল পরিচালক সুভাষ কাপুরের। কিন্তু বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন অভিনেত্রী গীতিকা ত্যাগী। আর এরপরই ওই সিনেমাও প্রযোজনা ও অভিনয় থেকে সরে দাঁড়ান আমির খান। এদিকে একই ঘটনা ঘটালেন বলিউডের আরেক জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। এ বার ‘হাউজফুল ৪’ থেকে সরে দাঁড়ালেন অক্ষয়। ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা ছিল সাজিদ খান পরিচালিত ছবি ‘হাউজফুল ৪’। ওই ছবিতে অক্ষয়ের অভিনয় করার কথা ছিল। কিন্তু, সাজিদের বিরুদ্ধে পর পর যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এনেছেন তার এক সময়ের সহকারী সালোনি চোপড়া এবং অভিনেত্রী র্যাচেল হোয়াইট। তারপরেই ‘হাউজফুল ৪’ থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অক্ষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় লেখেন, ‘আমি দেশে ছিলাম না। সবে ফিরেছি। এসেই খবরগুলো দেখলাম। আমি হাউজফুল ৪-এর প্রযোজককে শুটিং বন্ধ রাখার অনুরোধ করেছি। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখলে ভালো। এটা এমন একটা বিষয় যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কারও সঙ্গে আমি কাজ করব না। যারা নিগৃহীত তাদের বিচার পাওয়া উচিত।’ অক্ষয়ের ঘনিষ্ঠ একজন সাংবাদিকদের জানান, ২৮ বছরের ক্যারিয়ারে কখনও শুটিং বাতিল করেননি অক্ষয়। #মিটু এমন জায়গায় পৌঁছেছে, যাকে অবহেলা করতে পারেননি তিনি। এদিকে বলিউড অভিনেতা ইমরান হাসমি ঘোষণা দিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান ইমরান হাসমি ফিল্মসে কোনো ধরনের যৌন হয়রানি বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, যৌন হয়রানি রুখতে যে আইন হয়েছে, তার প্রতিষ্ঠানে কাজ করলে সেই বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ থাকবে।
বলিউডে প্যান্ডোরাই বাক্স খুলে #মিটুকে ছড়িয়ে দিয়েছেন সাহসী অভিনেত্রী তনুশ্রী দত্ত। ঠিক তার পরই যেন বলিউডে আছড়ে পড়েছে #মিটু ঝড়। নানা পাটেকার, অলোক নাথ, বিকাশ বহেল, রজত কাপুর, গায়ক অভিজিৎ, সুভাষ কাপুরের নাম যুক্ত হয়েছে। এবার সে তালিকায় যোগ হলো সাজিদ খানের নামও।

Print Date & Time : 8 July 2025 Tuesday 10:14 pm
#মিটুর জালে জড়িয়ে গেছে বলিউড
বিনোদন ♦ প্রকাশ: