নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ১২ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনব্যাপী ৯২ লাখ ২২ হাজার ৬৭৬ শেয়ার ২ হাজার ২৯৬ বার হাতবদল হয়, যার বাজারদর ১৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। দিনভর শেয়ারদর ১৮ টাকা ৮০ পয়সা থেকে ২১ টাকা ৩০ পয়সায় হাতবদল হলেও গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৪ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৬ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ব্যাংক খাতের কোম্পানিটি ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হয়েছে। কোম্পানির এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। কোম্পানির মোট ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৭৬ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ এবং বাকি ১৫ দশমিক ০৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে তিন শতাংশ নগদ ও তিন শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সা। এ ছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৪ জুন ২০২৫ বেলা ১০টায় কোম্পানিটির বার্ষিদ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। এ ছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৫ পয়সা।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪২ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ২২ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরেও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছিল ২ টাকা ৫২ পয়সা।
এদিকে সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় এর পরের অবস্থানে থাকা এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানজেমেন্ট ফান্ডের ১৬ শতাংশ। ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ১৪ দশমিক ৭৫ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ দশমিক ৯৯ শতাংশ, কেয়া কসমেটিসকস লিমিটেডের ১৩ দশমিক ৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স আন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ দশমিক ৯০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ দশমিক ২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ১৫ শতাংশ, ডেল্টা স্পিনার্স লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।