মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এগ্রোমুকম বিডির ঋণ চুক্তি

এগ্রোমুকম বিডি একটি স্টার্টআপ বিজনেস হাউস হিসাবে মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এক কোটি টাকার এমডিবি স্টার্টআপ ঋণ সুবিধা পাওয়ার জন্য ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। মিডল্যান্ড ব্যাংকের নতুন প্রযুক্তি চালিত ব্যবসায়িক ধারণাগুলোকে সহায়তা করার জন্য স্টার্টআপ ঋণ সুবিধা প্রদান করে। এগ্রোমুকম বিডি তাদের ওয়েবসাইট ধমৎড়সঁশধস.পড়স এর মাধ্যমে পরিচালনা করে। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এবং এগ্রোমুকম বিডির চেয়ারম্যান তৌহিদুল আলম জেনিথ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে, এগ্রোমুকম বিডি একটি স্টার্টআপ বিজনেস হাউস হিসেবে এক কোটি টাকার এমডিবি স্টার্টআপ লোন পাবে। বিজ্ঞপ্তি