মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এবং ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রিম স্কয়ার রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক মো. রফিকুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের এসভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আবেদ-উর-রহমান ও মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্টের সহকারী ব্যবস্থাপক মো. গোলাম রেজা এবং মার্কেটিং কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ মুজাহিদ বিল্লাহ। বিজ্ঞপ্তি
