মিডিয়াই নিষেধাজ্ঞা ডেকে আনছে: পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাহায্য চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার বা কোনো দলের অংশগ্রহণ প্রসঙ্গে কথা হয়নি বলে জানান তিনি। মিডিয়াই নিষেধাজ্ঞা ডেকে আনছে বলেও এসময় অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের আসন্ন নির্বাচন পরিস্থিতি সরেজমিনে দেখতে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। রবিবার (৮ অক্টোবর) সকাল থেকেই কাজ শুরু করে প্রতিনিধি দলটি।

সকালে আমেরিকান সেন্টারে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেন। দুপুরের পরে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে করেন দ্বিপক্ষীয় বৈঠক। এরপর পররাষ্ট্র মন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

প্রায় দুই ঘণ্টা পর পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ে মার্কিন প্রতিনিধি দলটি। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন- সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সরকার কি করছে তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দল।

আরও নিষেধাজ্ঞা আসতে পারে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন- মিডিয়াই নিষেধাজ্ঞা ডেকে আনছে।

জনগণ ভোটে অংশ নিলেই তা অংশগ্রহণমূলক হবে, কোন দল বা লোক আসলো না আসলো সেটা অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।