মিয়ানমারে জাপানের সামরিক সহায়তা বন্ধের আহ্বান

শেয়ার বিজ ডেস্ক: মিয়ানমারে সামরিক বিনিময় কর্মসূচি স্থগিত করার জন্য জাপানের প্রতি জোর আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল এ মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে জাপানকে সামরিক প্রশিক্ষণ ও বিদেশ কর্মসূচি বন্ধের আহ্বান জানায়। জাপানের কাছ থেকে মিয়ানমারের ক্যাডেটরা যুদ্ধ প্রশিক্ষণ নেয়। খবর:

আল জাজিরা।

দুই দেশের মধ্যে একাডেমিক বিনিময় কর্মসূচি চালু রয়েছে। এর আওতায় মিয়ানমারের সামরিক বাহিনীর অনেক ক্যাডেট জাপানের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, খুবই দুঃখজনক যে জাপান যখন মিয়ানমার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, সেসময় তাদের সশস্ত্র বাহিনী জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত রয়েছে। তবে এ বিষয়ে জাপানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে মানবাধিকার অপরাধ করে আসছে জান্তা সরকার। এরপর জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশ’র বেশি মানুষ।

এর মধ্যে গত জুলাইয়েও মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক মানুষের ওপর একাধিক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফিরে আসা মানুষরা জানিয়েছেন, সেনাসদস্যরা গ্রামবাসীদের বেঁধে ফেলে পুরুষদের আলাদা করে হত্যা করে।

গত জুলাইয়ে কেনি টাউনশিপ এলাকায় চারটি আলাদা ঘটনায় এসব হত্যাকাণ্ড ঘটে। দেশটির মধ্যাঞ্চলের সাগায়িং জেলার কেনি এলাকাটিতে বিরোধীদের শক্ত ঘাঁটি রয়েছে। নির্বাচিত সরকারকে উৎখাত করে ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিরোধীরা হত্যার শিকার হচ্ছেন।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ বর্তমানে তদন্ত করছে জাতিসংঘ।