Print Date & Time : 13 September 2025 Saturday 9:03 am

মিয়ানমারে মোখার তাণ্ডব, ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

শেয়ার বিজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারে আঘাত হেনেছে। রোববার সকাল থেকেই দেশটির রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপ হতে থাকে। বাতাসের প্রচণ্ড গতিতে একটি মোবাইল টাওয়ার ভেঙে পড়ে।

মিয়ানমারের আবহাওয়া দপ্তর দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছিল, ঘণ্টায় ২২০ কিলোমিটারের বেশির ঝোড়ো হাওয়া নিয়ে রাখাইনের রাজধানী সিট্যুয়ের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটের পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে তখন এর প্রভাবে গাছা-পালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটে। এমনকি বাতাসের তীব্র গতির কারণে বাড়ি-ঘরও কেঁপে ওঠে।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় দেশের বহু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। এছাড়া দেশটির উপকূলীয় রাখাইন রাজ্য থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লক্ষাধিক মানুষকে।

ঘূর্ণিঝড় মোখা এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।