Print Date & Time : 4 August 2025 Monday 12:07 am

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৫০

শেয়ার বিজ ডেস্ক: মিয়ানমারে সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএএফএ) ও ইরাবতি নিউজ পোর্টাল সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে, এ হামলায় ঘটনায় বেসামরিকসহ ৫০ জন নিহত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনগুলো যাচাই করে দেখতে পারেনি। এছাড়া ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্রের মন্তব্য নেয়ার জন্য ফোন করা হলেও তিনি জবাব দেননি।

ওদিকে ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ পিডিএফ সদস্য বলেন, এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা অজানা রয়ে গেছে। আমরা এখনও মৃতদেহগুলো উদ্ধার করতে পারিনি।

এর আগে মানবাধিকার গোষ্ঠীগুলো, সংখ্যালঘু নৃগোষ্ঠীর বিদ্রোহী ও গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত আট বেসামরিক নিহত হন।

চলতি বছরের জানুয়ারিতে একই অঞ্চলের একটি গ্রামে সামরিক বাহিনীর বোমাবর্ষণে অন্তত সাতজন নিহত হন। গত বছরের সেপ্টেম্বরে সাগাইং এলাকায় একটি স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে অনেক শিশু নিহত হয়।

২০২১ সাল নির্বাচিত একটি সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থি বিরোধীদের ও বেসামরিকদের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে বিশ্বজুড়ে নিন্দা কুড়িয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় এমন অভিযোগ করলেও দেশটির ক্ষমতা দখল করা বাহিনীটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশকে অস্থিতিশীল করে তোলা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে তারা। দুবছর আগে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকেই বিশৃঙ্খলা চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বিক্ষোভকারীরা। গঠিত হয়েছে জান্তাবিরোধী সরকার ও প্রতিরোধ বাহিনী। এর পরিপ্রেক্ষিতে জান্তা সরকারের ওপর বেশ কয়েকটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ হয়েছে।