মিয়ানমারে হামলায় ১১ শিশু নিহত

শেয়ার বিজ ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় দেশটির সামরিক জান্তার হামলায় ১১ শিশু নিহত হয়েছে। নিখোঁজ ১৫ শিশু। গত শুক্রবার জান্তার বিমান হামলা ও স্থল অভিযানে এ প্রাণহানি ঘটে। খবর: ইরাবতি।

মিয়ানমারের সামরিক সরকার বলেছে, লেত ইয়েত কোনে গ্রামের স্কুলে লুকিয়ে থাকা বিদ্রোহীদের ওপর হামলা চালানো হয়েছে। তাবায়িনে বিদ্রোহীদের হামলার জবাব দেয়া হয়েছে। অন্যদিকে ঘটনাটিকে শিশু হত্যা বলেছে প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)।

জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি জানিয়েছে, শুক্রবার তাবায়িনের লেত ইয়েত কোনো গ্রামের একটি সন্ন্যাসী স্কুলে দুটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালায় জান্তা। হামলায় ঘটনাস্থলে সাত শিশু নিহত হয়। আহত হন ৩ শিক্ষক ও ১৪ শিশু। পরে স্থলসেনারা গ্রামটিতে অভিযান চালান। এ অভিযানে আরও দুই শিশু নিহত হয়। স্কুলটির শিক্ষার্থীদের মধ্যে কিন্ডারগার্টেন থেকে কিশোর প্রাথমিক স্তরের শিশুরা রয়েছে।

তাদের মধ্যে দুই ছেলের বয়স সাত ও চৌদ্দ বছর। তিন মেয়ের বয়স যথাক্রমে ৭, ৯ ও ১১। ১৩ বছর বয়সী আরেক ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সে স্কুলের পাশে বাবার সঙ্গে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হয়। বেশিরভাগ নিহত শিশুদের মরদেহ সেনারা নিয়ে গেছে। একই দিন গ্রামের আরও ছয়জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও এক নারী রয়েছেন।

মিয়ানমারে পিডিএফ জান্তার বিরুদ্ধে লড়াই করছে। পিডিএফের নেতা বো কিয়ার গি বলেন, জান্তা যদি আমাদের কাউকে মারত, তাহলে তা মেনে নিতাম। কারণ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু তারা স্কুলের শিশুদের হত্যা করেছে। এটি অগ্রহণযোগ্য।

ইউনিসেফ অবিলম্বে নিখোঁজ ১৫ শিশুকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। শিশু হারানো পরিবারের প্রতি শোক জানিয়েছে ইউনিসেফ।