Print Date & Time : 6 September 2025 Saturday 10:32 pm

মিয়ানমারে ৮০০ বন্দিকে মুক্তির ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক: আটশর বেশি বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্স।

১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করে মিয়ানমার। গতকাল এর ৭৫ বছর পূর্তি পালন করা হয়।

এক বিবৃতিতে জান্তাপ্রধান বলেন, ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৮১৪ জন বন্দিকে মুক্তি দেয়া হবে। বিভিন্ন কারাগার থেকে এই বন্দিদের মুক্তি দেয়া হবে। ইউনিয়ন ডে উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেয়া হবে।

গত বছর এদিন প্রায় ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল জান্তা।

গত বছর ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের ঠেকাতে ধরপাকড় অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। সেই থেকে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন বলেন, এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারের বন্দিদের মুক্তি দেয়া হবে।