মিষ্টি আমেজে রাজধানীর মীরপুরে ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে কনসালট্যান্টদের সৌজন্যে অনুষ্ঠিত হলো বাঙালির নানা স্বাদের বাহারি পিঠা উৎসব। সম্প্রতি এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আইবিএফএ’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংক হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. কামরুল হাসান। মীরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফএ’র জিএম মো. আব্দুস সামাদ, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান, এজিএম মোহাম্মদ জসিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি
