রাজধানীর মীরপুরে সম্প্রতি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজি প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) প্রতিনিধি ড. আরিফ সুলেমান। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কাজী শহীদুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ সালেহ জহুর, সদস্য মো. কামরুল হাসান, ড. মো. ফসিউল আলম, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রমুখ। বিজ্ঞপ্তি
