Print Date & Time : 23 July 2025 Wednesday 10:49 am

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকাল ৯টার পর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ৪০০-৫০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় মিরপুর ১১ নম্বর ও ৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইভিএস ফ্যাশনের কর্মীরা সকাল ১০ টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা মিছিল নিয়ে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর হয়ে ৭ নম্বর এলাকায় যায়। সেখানে স্নোটেক্স অ্যাপারেলসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

এছাড়া, বিক্ষুব্ধ শ্রমিকরা পোশাক কারখানায় ও আশপাশের দোকানপাটে ভাঙচুর চালায়। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১ টার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা আবারও ৭ নম্বর ও ১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেয়। তাদের দাবি, শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে গার্মেন্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব‌্যাহত হচ্ছে। রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটসহ সকল রুট থেকেই মিরপুর যাওয়া-আসায় তৈরি হয়েছে জটিলতা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।