মিরসরাইয়ের শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা

মিরসরাই উপজেলার শান্তিরহাট বাজারে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. নঈমুল আলম, ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি