Print Date & Time : 20 August 2025 Wednesday 12:46 am

মিরসরাই ট্র্যাজেডি: গেটম্যান সাদ্দামের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 

এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ের খৈয়াছাড় এলাকায় ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নের খন্দকিয়া গ্রামের আরএনজি কোচিং সেন্টারের  আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সাথে শিক্ষকরা যাচ্ছিলেন মিরসরাইয়ের খৈয়াছড়ায় শিক্ষা সফরে। শুক্রবার (২৯ জুলাই)  দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়ার  খৈয়াছড়া ঝরনার রাস্তার মুখে ট্র্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী  ৪ শিক্ষকসহ ১১ জন মারা যান। এছাড়া এই ঘটনায়  আহত হয়েছেন ৬ জন। এদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ৪ শিক্ষকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-  মোস্তাফা মাসুদ রাকিব হোসেন, সজিব, রিদোয়ান, জিসান। নিহত শিক্ষার্থীদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-  মোহাম্মদ ইমন, হাসান, আয়াত, তাসনিম, মারুফ, হিসাম।