Print Date & Time : 29 August 2025 Friday 8:38 am

মিরাজের প্রথম সেঞ্চুরিতে ভারতকে চ্যালেঞ্জ ছুড়লো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ১৯ ওভারেই ৬৯ রানে নেই ৬ উইকেট। বাংলাদেশ যখন খাদের কিনারায়, তখন দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন মাহমুদউল্লাহ ও মিরাজ। আর তাতেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে থেকে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল বাংলাদেশ। সেই সাথে মিরাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। এদিন টস জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও খেই হারায় স্বাগতিকরা। দুই ওপেনার এনামুল হক (১১) ও লিটন (৭) মোহাম্মদ সিরাজের বলে আউট হন। নাজমুল হোসেন শান্তকে ২১ রানে ফেরান উমরান মালিক। এরপর দুই ওভারের ব্যবধানে সাকিব আল হাসান (৮) ও মুশফিকু রহিমকে (১২) মাঠ ছাড়া করান ওয়াশিংটন সুন্দর।

৬৯ রানে টপ অর্ডারের ৬ উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা। কিন্তু সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ ও মিরাজের ১৪৮ রানের জুটি বাংলাদেশকে দুর্দান্ত একটি সংগ্রহ এনে দিয়েছে। মাহমুদউল্লাহ ৭৭ রানে আউট হলেও মেহেদী অপরাজিত ছিলেন ১০০ রানে।