Print Date & Time : 7 July 2025 Monday 12:24 am

মির্জাপুরে একটি সেতুর অভাবে দুর্ভোগে ৩০ হাজার মানুষ

 

শেয়ার বিজ প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ধলেশ্বরীর শাখা নদীর ওপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার ১৫ গ্রামের ৩০ হাজার মানুষকে। চলাচলের জন্য বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর ওপর ভরসা করে থাকতে হয় তাদের।

স্থানীয়রা জানান, উপজেলার আমড়াইল, তেলিপাড়া, ধুনট, ছোটগবড়া, বড়গড়া, গোমগ্রাম, চুন্যা, জাদপপুর, উত্তরে কামারপাড়া, চামুটিয়াসহ বিভিন্ন গ্রামের হাজারো মানুষ প্রতিদিন মির্জাপুর-গোমগ্রাম-কামারপাড়া সড়কে যাতায়াত করেন। এ সড়কের অধিকাংশই পাকা হয়ে গেছে। কিন্তু কামারপাড়ায় ধলেশ্বরীর শাখা নদীতে সেতু না থাকায় প্রতিদিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কামারপাড়া বাজারের ব্যবসায়ী আজাহার বলেন, ওই স্থানে একটি সেতু নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। আর ছোট গবড়া গ্রামের সিদ্দিক হোসেন বলেন, জনদুর্ভোগ লাঘবে ওই নদীতে একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে ওই নদীর ওপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা করবেন বলে শ্রতিশ্রুতি দিয়েছেন।