Print Date & Time : 7 September 2025 Sunday 1:39 am

মির্জাপুরে নির্বাচনী প্রচারকালে মেম্বার প্রার্থীর মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বিদ্বতাকারী প্রার্থী মোহাম্মদ আলীর (৬২) নির্বাচনী প্রচারণায় গিয়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কামারপাড়া বাজার এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার (ইউপি সদস্য)। 

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘মোহাম্মদ আলী নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। পরে কামারপাড়া বাজার এলাকায় তিনি হƒদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আগামী ১৫ জুন ওয়ার্ড সদস্য নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি ওই ওয়ার্ডের সাবেক সদস্যও ছিলেন।’ এদিকে মোহাম্মদ আলীর মৃত্যুতে তার কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। ওই ওয়ার্ডেও নির্বাচন হবে। চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন স্থগিত করা হয়। সদস্য পদে কেউ মারা গেলে নির্বাচন স্থগিত করা হয় না।’