মির্জা ফখরুল ফের কভিডে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের কভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কভিড-১৯ সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে আছেন। চলতি বছর ১১ জানুয়ারি কভিড-১৯ পজিটিভ হয়েছিলেন তিনি। করোনার বুস্টার ডোজও নিয়েছিলেন মির্জা ফখরুল।

নবগঠিত যুবদল কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আজ বেলা ১১টায় তার শ্রদ্ধা জানানোর কথা ছিল। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তা স্থগিত করা হয়েছে।

এদিকে শরীয়তপুরের তিন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে তারা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পারেননি। এই তিন সংসদ সদস্য হলেন শরীয়তপুর-১ আসনের ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের এমপি পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক। এছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মনির চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই জনপ্রতিনিধি ও নেতাদের মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে ৭২ ঘণ্টা আগে তাদের করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তাদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। শনিবার পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নিজের ফেসবুক পেজে পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান সিকদার প্রধানমন্ত্রীর সভামঞ্চে বক্তব্য দেয়ার সময় তিন সংসদ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানান। তিনি বক্তব্যে তাদের রোগমুক্তির জন্য সবার দোয়া চান।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। শুক্রবার বিকাল পর্যন্ত ছিলাম। আমাদের দুর্ভাগ্য রাতে তিনজনেরই কভিড পজিটিভ রিপোর্ট আসে। এ কারণে আমরা অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকতে পারিনি।