শেয়ার বিজ ডেস্ক: মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে মহাসড়কে আলু ছিটিয়ে বিক্ষোভ করেছেন রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর সাতমাথা কুড়িগ্রাম-রংপুর ঢাকা মহাসড়কে আলু ছিটিয়ে ঘন্টাব্যাপী প্রতিকী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসুচী দেয়া হবে বলে ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
এদিকে চলতি মৌসুমে রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার থেকেও বেশি চাষ হওয়ায় কোল্ড স্টোরেজে আলু রাখা নিয়েও বিপাকে পরেছেন চাষিরা।
প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া চাষিরা জানান, বর্তমানে বাজারে ৮-১০ টাকায় এক কাপ চা বিক্রি হয়। আর সেখানে এক কেজি আলু বিক্রি করে তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না।
আলু চাষি আশরাফুল আলম জানান, অনেক টাকা বিনিয়োগ করে আলু চাষ করেছিলাম, ফলনও ভালো হয়েছে কিন্তু আশানুরূপ দাম না থাকায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এসময় আলু ব্যবসায়ীরা জানান, আলু বিদেশে রপ্তানি হচ্ছে, সেই অনুযায়ী আলুর দাম হওয়ার কথা। সেই হিসেবে আলু কেনা হয়েছে। কোল্ড স্টোরেজ করা হয়েছে। কিন্তু আলুর দাম না বাড়ায় লাভ নিয়ে সংশয় দেখা দিয়েছে।