Print Date & Time : 27 August 2025 Wednesday 12:01 am

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৫ জন। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধদের উদ্ধার করে। খবর এএফপি।

বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান বিবৃতিতে জানান, বিশ্ববিদ্যালয়ের বার্কি হল নামের একটি প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ভবনে হামলা চালান অজ্ঞাত বন্দুকধারী। সন্দেহভাজন বন্দুকধারীকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অস্ত্রধারীর বিবরণ জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ। তবে হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ইউনিয়ন ভবন থেকে পায়ে হেঁটে পালিয়ে গেছে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এতে প্রায় ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আগামী ৪৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।