Print Date & Time : 11 September 2025 Thursday 10:42 am

মিসরে হামলায় ১১ সেনাসদস্য নিহত

শেয়ার বিজ ডেস্ক: মিসরে সশস্ত্র হামলায় দেশটির সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন। এই হামলায় আরও পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন। খবর: এপি।

দেশটির সিনাই উপদ্বীপে এক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোয় মিসরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি।

মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র  জানান, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে’।

সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার’ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মিসরের সামরিক বাহিনী হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা প্রকাশ করেনি। তবে সিনাই উপদ্বীপের ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে সশস্ত্র এই হামলার ঘটে বলে জানান স্থানীয়রা।

গত সপ্তাহে সন্দেহভাজন যোদ্ধারা উত্তর সিনাইয়ের বির আল-আব্দ শহরে প্রাকৃতিক গ্যাসের একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে আগুন লেগে যায়। তবে সেদিন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১২ সালে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর ওই অঞ্চলে বিদ্রোহীদের লড়াই অনেকটাই তীব্র হয়েছে।