Print Date & Time : 8 July 2025 Tuesday 8:48 am

মিসর যাচ্ছে ফারুকীর ‘ডুব’

শোবিজ ডেস্ক: এবার মিসর চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘ডুব’। মিসরের রাজধানী কায়রোয় ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এল গোনা চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে এটি। উৎসব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছরে নির্মিত হয়েছেÑএমন বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ফারুকীর এ সিনেমাটি। এর মধ্যে আছে বার্লিন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির সিনেমা ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ‘ইনসাল্ট’, লোকার্নোজয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকাজয়ী ‘সন অব সোফিয়া’।

এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সিনেমা হিসেবে একমাত্র প্রতিনিধিত্ব করবে ‘ডুব’। পাশাপাশি ভারতের অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মোক্কাবাজ’ প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে। শুধু তা-ই নয়, বুসান ও ভ্যাংকুভার চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে ‘ডুব’ সিনেমাটি। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১তম আসরের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে এটি। এর আগে চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় সিনেমাটি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। ‘ডুব’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। সিনেমাটির সহ-প্রযোজক ইরফান খান। ছবিটিতে অভিনয়ও করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন ঢাকার তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র প্রমুখ।

‘ডুব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। তার আগে ২৫ অক্টোবর এর প্রচারের জন্য ঢাকায় আসবেন সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী বলিউডের ইরফান খান। সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতেও থাকবেন এ অভিনেতা। শুধু বাংলাদেশে নয়, একই সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে সিনেমাটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।