Print Date & Time : 6 July 2025 Sunday 9:13 am

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হলেন শিলা

শোবিজ ডেস্ক: বাংলাদেশের প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ বিজয়ী হলেন শিরিন আক্তার শিলা। শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে শিরিন আক্তার শিলা প্রথম স্থান অর্জন করেন। রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থিত অতিথিদের সামনে তাকে মুকুট পরানো হয়। আর বিজয়ীকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এ বিষয়ে অভিনেত্রী সুস্মিতা সেন বলেন, ‘আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এটি একটি স্মরণীয় অনুষ্ঠান। কারণ আমরা মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রথম প্রতিনিধি প্রেরণ করে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। বিজয়ীকে ও সমস্ত অংশগ্রহণকারীকে আমার আন্তরিক অভিনন্দন।’ বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে দেশে প্রথমবারের মতো ঢাকায় মিস ইউনিভার্স বাংলাদেশের আয়োজন করা হয়। মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন আক্তার শিলা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৬৮তম সংস্করণটির মূল আসরে বাংলাদেশের হয়ে অংশ নেবেন। মিস ইউনিভার্স বাংলাদেশ চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বলেন, মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শুধু দেশেই নয় বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সুন্দরী বাছাই প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্সের ৬৮তম সংস্করণটিতে সারা বিশ্বের প্রায় ১৩০টি দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতার মঞ্চে পা রাখবেন শিলা। আমি আশা করছি, এ প্রতিযোগিতায় ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’- বিজয়ী শিরিন আক্তার শিলা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন। প্রমাণ করবেন বাংলাদেশি নারীরাও বিশ্বের যে কোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী। প্রসঙ্গত, গত জুলাই মাসের শেষদিকে বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করার মধ্য দিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতা। গত তিন মাসে পর্যায়ক্রমে অডিশন রাউন্ড, গ্রুমিং, ফিল্মিং রাউন্ড ও বিভিন্ন ধাপ শেষে শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। একজন নারীর আত্মবিশ্বাসকে অগ্রাধিকার দিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার সেøাগান ছিল ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। ঠাকুরগাঁও জেলায় জš§ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিরিন আক্তার শিলা।