মিয়ানমারকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

শেয়ার বিজ ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদন্ড কার্যকরের পর দেশটির ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীন অন্য যে কোনো দেশের চেয়ে মিয়ানমারকে বেশি প্রভাবিত করতে পারে।
নেড প্রাইস বলেন, তারা বিশ্বের অন্যান্য দেশকে মিয়ানমারের বিষয়ে আরও বেশি কিছু করার আহ্বান জানাচ্ছেন। এ ব্যাপারে তারাও বেশি কাজ করবেন।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

চার গণতন্ত্রপন্থীর মৃত্যুদন্ড কার্যকরের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মতপার্থক্য নিরসনে মিয়ানমারের উচিত তার আইন ও সংবিধান ব্যবহার করা।

সামরিক সরকারবিরোধী আন্দোলনের সাথে যুক্ত চারজনের মৃত্যুদন্ড কার্যকরের তথ্য গতকাল সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়। তবে কবে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

মৃত্যুদন্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক আইনপ্রণেতা ফিয়ো জেয়া থকে, গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী কিয়াও মিন ইউ, হ্লা মিও অং ও অং থুরা জাও।

নেড প্রাইস বলেন, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে স্বাভাবিকভাবে কোনো ব্যবসা হতে পারে না। মিয়ানমারে সামরিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধের জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।মিয়ানমারের জান্তা সরকারের রাজস্ব কমাতে যুক্তরাষ্ট্র সব বিকল্প বিবেচনা করছে বলে জানান নেড প্রাইস।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। সুচির সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা। গণতন্ত্রপন্থিদের দমাতে নৃশংস দমন-পীড়ন চালিয়ে আসছে দেশটির সামরিক জান্তা।

চার গণতন্ত্রপন্থির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ আনে মিয়ানমারের জান্তা সরকার। রুদ্ধদ্বার বিচারে তাদের মৃত্যুদ- দেয়া হয়।