শেয়ার বিজ ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ)। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে হিউম্যান রাইটস ওয়াচ এ আহবান জানায়। খবর এএফপি।
সব শরণার্থীর ‘নিরাপদ’ এবং ‘স্বেচ্ছা প্রত্যাবর্তন’-এর দাবি জানিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘চলমান নৃশংসতা’র জন্য বিশ্বের সব দেশের সরকারকে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে শাস্তি প্রদানের আহŸান জানিয়েছে এইচআরডবিøউ। খবর এএফপি।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর উচিত মিয়ানমারের সেনাবাহিনীর ওপর অবরোধ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রোহিঙ্গা ‘জাতিগত নিমূর্ল’ অভিযান বন্ধের ব্যবস্থা নেওয়া। রোহিঙ্গা সংকটকে অগ্রাধিকার দিতে এবং একইসঙ্গে মিয়ানমারের কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং অস্ত্র নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোরও আহবান জানিয়েছে সংস্থাটি।
গত তিন সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের হাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় এক হাজার রোহিঙ্গা নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।