Print Date & Time : 13 September 2025 Saturday 4:58 pm

মীরসরাইয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান নেই

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম): মীরসরাইয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অবৈধভাবে গড়ে ওঠা এসব অনুমোদহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশ দেয়া হলেও মীরসরাইয়ে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযান হয়নি।

এসব অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষ করা হয়। অনেক সময় অসুস্থ ব্যক্তির বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্ট মনগড়া ও ভুল বলে অভিযোগ পাওয়া যায়। ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে পরীক্ষার ভুল রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকগুলো বন্ধ করার নির্দেশ দিলেও মীরসরাইয়ে অভিযানের কোনো আলামত নেই।

মীরসরাই প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কমফোর্ট হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন বলেন, মীরসরাইয়ে ৩৩টি ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার আছে। তবে উপজেলার বেশকিছু ক্লিনিকের কিছু সমস্যা আছে। আমরা প্রতি ৩ মাসে সমন্বয় সভা করি। সভায় সব হাসপাতাল মালিককে সতর্ক করার চেষ্টা করি।

এ ব্যাপারে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে শিগগিরই অভিযান চালানো হবে।