Print Date & Time : 8 July 2025 Tuesday 2:31 am

মীরসরাইয়ে কৃষি মেলা উদ্বোধন

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মীরসরাইয়ে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই সেøাগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৬ জুলাই থেকে ২৮ জুলাই) এই মেলা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার মেলা প্রাঙ্গণের প্রধান ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন মীরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এই সময় একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।