Print Date & Time : 8 July 2025 Tuesday 11:44 am

মীরসরাইয়ে গাড়ি চাপায় শিশু শিক্ষার্থী নিহত

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাই গাড়ি চাপায় কুলসুমা আক্তার সুমাইয়া (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (০২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর কাটাবিল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকার বেলাল হোসেনের মেয়ে। সুমাইয়া হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানায়, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন, শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটি আটক করা হয়েছে। লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান