Print Date & Time : 28 August 2025 Thursday 11:47 pm

মীরসরাইয়ে ড্রেজারডুবি : ৪ জনের লাশ উদ্ধার

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম) : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) ও আল আমিন (২০) নামে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চার শ্রমিক।

বুধবার (২৬ অক্টোবর) সকালে জাহিদ, ইমাম ও মাহমুদের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এর আগে মঙ্গলবার রাত ৯টায় প্রথমে আল আমিনের লাশ উদ্ধার হয়েছিল বলে নিশ্চিত করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

তিনি বলেন, রাত ৯টায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। স্বজনরা তাঁর মরদেহ শনাক্ত করেন। বুধবার সকালে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে ৫ টা নাগাদ এখনও আরো ৪ জন নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।