নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাজার থেকে রিডামবল, কিউমুলেটিভ, নন-পার্টিইসপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সম্মতি দেয়নি।
উল্লেখ্য, এ ক্যাটাগরির মীর আখতার ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৪ পয়সা।