গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মুকসুদপুরের দূর্বাশুর গ্রামের ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় এক জনের ফাঁসি ও এক জনকে খালাস দিয়েছে গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি অজিত বাকচি পলাতক থাকায় তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করে। অপর আসামী মৃদুল বিশ্বাসকে খালাস প্রদান করে বিজ্ঞ আদালত।
আজ বৃহস্পতিবার ( ৩০ই জুন) দুপুর ১২টায় অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
গত ১৩ই অক্টোবর ২০১৩ সালে পূজা দেখে রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড়ি ফেরার পথে ক্ষমা বিশ্বাস, কন্যা তপু বিশ্বাস, পুত্র অপু বিশ্বাস ও বোন স্বাপ্না’র পথরোধ করে আসামী অজিত বাকচি। অজিত বাকচি ডেগার (চাকু) দিয়ে কুিেপয় ক্ষমা বিশ্বাসকে হত্যা ও অপু বিশ্বাসকে গুরুত্বর আহত করে। মামলার এজাহার, গৃহীত সাক্ষীদের সাক্ষ্য এবং সমগ্র নথি পর্যালোচনা করে আজ মামলার রায় দেয় আদালত। এমন রায়ে সন্তোস প্রকাশ করে মামলার বাদীপক্ষ।

Print Date & Time : 1 September 2025 Monday 9:50 pm
মুকসুদপুরে ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় ১ জনের ফাঁসি
আইন-আদালত ও অপরাধ,সারা বাংলা ♦ প্রকাশ: